বুধবার, ১৮ আগস্ট, ২০১০

ধানের খড়ের বানানো সাপঃ ছবি ব্লগ

ধান কাটার মৌসুম চলছে আমাদের ওখানে। গ্রাম্য ভাষায় এই সময়ের ধানকে সম্ভবত পারিজা ধান বলে। এই ধানের নাম শুনলে কিছু স্মৃতি মনে পড়ে যায়। এই ধান খড় কাঁচা থাকা অবস্থাতেই কাটতে হয়। তাই এই খড় সারাবছর সংরক্ষন করা যায়না, বা পালা দিয়ে রাখা যায়না। তাৎক্ষনিকভাবে গরুকে খাইয়ে দেওয়া হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই খড় দিয়ে সাপ বা বানা ( মাছ ধরার একধরনের জিনিস ) বানায়। যখন ছোট ছিলাম তখন আমিও বানিয়েছি অনেক। এখন পারিনা, ভুলে গেছি। এবার গ্রামে গিয়ে এক পিচ্চির সাথে খেলছিলাম। এটার কথা উঠতেই আমাকে বানিয়ে দেখাল। পটাপট কয়েকটা ছবি তুলে নিয়ে এসেছি। ছবিগুলো কোনরকম এডিটিং ছাড়াই তুলে দিচ্ছি এখানে-




সাপ বানানোর জন্য খড় নেওয়া হলো

বানানোর কাজ চলছে

আমিও সাহায্য করছি মাঝেমাঝে

কাঠামোটা তৈরী হয়ে গেছে প্রায়

সাপ বানানো কমপ্লিট

ফনা তুলেছে

ভয় পেয়ে কান্না

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন