শুক্রবার, ১৬ অক্টোবর, ২০০৯

ব্লগারে স্থায়ী হওয়া দরকার

কমিউনিটি ব্লগগুলো আজকাল খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে একেকজনের। কিছু গ্রুপ আছে নাস্তিক-আস্তিক, মডারেশনের পক্ষে-বিপক্ষে, মুক্তিযুদ্ধ-এ্যান্টিমুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে। আবার কয়েকজন ব্লগার মিলে ছোট ছোট গ্রুপও তৈরি হচ্ছে। এই গ্রুপের ভেতর আছে ক্লাশমেটদের গ্রুপ, ব্লগাড্ডায় গিয়ে পরিচিত হয়ে উঠার পর গড়ে উঠা গ্রুপ। আমি ভাই আম-জনতার গ্রুপে। দেখা যায় অনেক কষ্ট করে একটা লেখা দিয়ে বসে আছি কমেন্টের আশায়। অথচ কোন কমেন্টই আসছে না। মন খারাপ হয় তখন। আবার অনেক-সময় মাইনাস-প্লাসের ঝামেলা তো আছেই। সো আমার জন্য ব্লগাররের এই ব্লগই ভাল। যখন যা ইচ্ছা লিখব। ইচ্ছা হলে দু-একটা লেখা এখান থেকে কপি করে সামহোয়্যারইন, আমার ব্লগ, প্রথম-আলো ব্লগ কিংবা টেকটিউনসে দিব। ব্যাস। তাহলে কমেন্ট, প্লাস-মাইনাসের চিন্তায় বিভোর থাকতে হবে না। লেখা কেমন হল সে চিন্তাও না। সো এটাই এখন থেকে আমার মূল ব্লগিং প্লাটফর্ম। উইস ইউ গুড লাক রনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন