বাচ্চারা এমনিতেই আমার খুব পছন্দের। তাদের দেখলেই খেলতে ইচ্ছা করে। ওদের সাথেও খেলা শুরু করলাম। খেলতে খেলতে জিজ্ঞেস করলাম “কার বাড়িতে এসেছ তোমরা?” উত্তরে পাশের একটা বাড়ি দেখাল।
আমার কেমন যেন একটু সন্দেহ হলো। ক্লাশ থ্রিতে থাকতে আমাদের সাথে “দুলালী” নামে একটা মেয়ে পড়তো। দুলালীর চেহারার সাথে ওদের চেহারার অনেক মিল। কৌতুহলে জিজ্ঞেস করলাম তোমার আম্মুর নাম কি?
উত্তর- দুলালী



2 comments:
এই ধরণের ফ্যাসাদে পড়তে আমারও খুব বেশি দেরি নাই ভাই
kub valo laglo
একটি মন্তব্য পোস্ট করুন